এবার আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে ওয়েস্টব্রুম উইচ। ইতিহাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায়।
ডার্বিতে ম্যানচেস্টার ড্র করলেও এবার পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে জয় ভিন্ন কিছুই ভাবছে না সিটিজেনরা।
এদিকে, সুস্থ হয়ে এ ম্যাচে একাদশে ফিরতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
চলতি মৌসুমে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছে না ম্যানসিটি। জায়ান্ট দলটি গেল মৌসুমের রানার্সআপ। তারপরও এবার যেন নিজেদের হারিয়ে খুঁজছে সিটিজেনরা। যে দলের হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওলা, তাদের নামের পাশে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। আসরে ৫ জয়ের বিপরীতে ২ হার আর ৪ ড্র ম্যানসিটির। তবে সিটিজেনরা এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব নিশ্চিত করায় সমর্থকরা কিছুটা স্বস্তিতে।
আজ ঘরের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে টেবিলের একেবারেই তলানির দল ওয়েস্টব্রুম উইচ। সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে পয়েন্ট হারিয়ে ব্যাকফুটে গার্দিওলার শিষ্যরা। যদিও এর আগের দুই ম্যাচের জয় ম্যানসিটি শিবিরে সাহস যোগাচ্ছে। এবার ওয়েস্টব্রুম উইচকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা।
এদিকে, পরিসংখ্যান বলছে, দুদলের ১২৮ বারের দেখায় সিটিজেনদের ৬১ জয়ের বিপরীতে ওয়েস্টব্রুম উইচের জয় ৪৬টি।
বিডি প্রতিদিন/কালাম