করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচ মিকি আর্থার ও ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে লঙ্কানরা। সেই সফরের প্রস্তুতির অংশ হিসেবে ক্রিকেটারদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। টেস্টে মিকি আর্থার ও লাহিরু থিরিমান্নের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনটি গ্রুপে ভাগ হয়ে গত ২৮ জানুয়ারি অনুশীলন শুরু করে শ্রীলঙ্কা দল।
এদিকে দু'জন করোনা পজিটিভ হওয়ায় সিরিজের সূচি পরিবর্তনের আভাস দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। আগামী ২০ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ