বাংলাদেশ প্রিমিয়ার লীগের মুন্সীগঞ্জের স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া চক্রের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ জেলার বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।
খেলায় ৩-২ গোলে আরামবাগ ক্রীড়া চক্রকে হারিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। বাংলাদেশের ফুটবল লীগের সর্বোচ্চ আসরকে ঘিরে এখানে ক্রীড়ামোদীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
খেলা শুরুর ৬ মিনিটে প্রথম গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ৩২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইকেচুকই কেনেথ। এর ২ মিনিট পরই ৮ মিনিটের মাথায় আরামবাগ স্পোর্টিং ক্লাবের স্মিথ ব্রডি পাল্টা গোল করে ১-১ গোলে খেলা সমতায় ফেরান।
খেলার দ্বিতীয় পর্বে ৫৯ মিনিটে আবারো গোল করেন সাইফ স্পোর্টিং ক্লাবের ইকেচুকই কেনেথ। এতে আবারো এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। খেলার ৬৯ মিনিটে সাইফ স্পোর্টিং ক্লাবের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাত হোসেনের করা গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
সর্বশেষ অতিরিক্ত সময় ৯৪ মিনিটে পেনাল্টি শটে গোল করেন আরামবাগের চিজোবা ক্রিস্টোফার। এতে খেলার ব্যবধান কমে আসলেও জয় নিয়ে মাঠ ত্যাগ করেন সাইফ স্পোর্টিং ক্লাব।
মাহামারি করোনায় ১২তম আসর পরিত্যক্ত ঘোষণার পর ঘরোয়া ফুটবল আসর আবারও মাঠে গড়িয়েছে ১৩ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আসরটি হোমওয়ে পদ্ধতিতে মুন্সীগঞ্জ স্টেডিয়াম ছাড়াও গাজীপুরের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেদ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৫৬টি খেলা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে ৩টি ও দ্বিতীয় রাউন্ডে ২টি। এরপর পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একটি করে প্রায় ছয় মাস খেলা চলবে। ফুটবল লীগের সর্বোচ্চ আসরকে ঘিরে মুন্সীগঞ্জের মাঠ সরব থাকবে।
বিডি প্রতিদিন/এমআই