২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৪৭

আইসিসির কোভিড-১৯ বিধি নিয়ে বিরক্ত আফ্রিদি

অনলাইন ডেস্ক

আইসিসির কোভিড-১৯ বিধি নিয়ে বিরক্ত আফ্রিদি

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে সুরক্ষা জোরদার করার জন্য কিছু নতুন নিয়ম এসেছে ক্রিকেটে। তার মধ্যে একটা হলো বোলারদের টুপি ধরতে পারবে না আম্পায়াররা। পাকিস্তানের সাবেকক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এই নিয়মের বিরোধিতা করলেন। টুইট করে কারণও জানতে চাইলেন আইসিসির কাছে। 

আগে বল করার আগে টুপি, সোয়েটার এবং রোদচশমা খুলে আম্পায়ারের কাছে রাখত ক্রিকেটাররা। ওভার শেষ হলে আবার ফেরত নিয়ে নিত। কোভিড-১৯ সুরক্ষাবিধিতে এখন এসব চলবে না। টুপি, চশমা সব রাখতে হচ্ছে অন্য খেলোয়াড়দের কাছে। আফ্রিদি এই নিয়মের বিরোধিতা করছেন। 

তিনি বলেছেন, আম্পায়াররা খেলোয়াড়দের সঙ্গে একই সুরক্ষা বলয়ে থাকেন। ম্যাচের শেষে তাদের সঙ্গে হাতও মেলান। তাহলে টুপি ধরতে আপত্তি কেন?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা আরও বেশ কিছু ক্রিকেটার আইসিসির এই নিয়ম নিয়ে বিস্মিত হয়েছিলেন। তবে যতদিন না অতিমারি সম্পূর্ণভাবে বিদায় নিচ্ছে ততদিন এ নিয়ম শিথিল হবে বলে মনে হয় না।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর