ফের ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের। আহমেদাবাদে ডে-নাইট টেস্টে মুখ থুবড়ে পড়েছিল জো রুটদের ব্যাটিং লাইনআপ। চতুর্থ টেস্টেও তার ব্যতিক্রম হল না। মাত্র ২০৫ রানেই শেষ ইংলিশদের প্রথম ইনিংস। দিনের শেষে ভারত তুলেছে ১ উইকেটে ২৪ রান।
চতুর্থ টেস্টের দলে একটাই পরিবর্তন করেছিল ভারত। জাসপ্রীত বুমরার জায়গায় খেলানো হল মোহম্মদ সিরাজকে। তিনি ২ উইকেট পেলেন। ফের ইংলিশ ব্যাটম্যানদের বেসামাল করলেন অশ্বিন ও অক্ষর প্যাটেল। প্রথমজনের ঝুলিতে ৩ উইকেট। দ্বিতীয়জনের শিকার ৪। ওয়াশিংটন সুন্দর পেলেন ১ উইকেট।
মাত্র ১০ রানের মাথাতেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ডোমিনিক সিবলেকে (২) বোল্ড করেন অক্ষর। জ্যাক ক্রলি (৯), জনি বেয়ারস্টো (২৮), জো রুট (৫) রান পাননি। দলকে টানলেন বেন স্টোকস। তিনি করলেন ৫৫। এছাড়া রান পান ড্যানিয়েল লরেন্স (৪৬)। ওলি পোপের সংগ্রহ ২৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান শুভমান গিল (০)। তিনি অ্যান্ডারসনের শিকার। উইকেটে আছেন রোহিত শর্মা (৮) ও চেতেশ্বর পুজারা (১৫)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত