৫ মার্চ, ২০২১ ০৫:১১

ধোনির সঙ্গে একাসনে কোহলি

অনলাইন ডেস্ক

ধোনির সঙ্গে একাসনে কোহলি

ফাইল ছবি

প্রায় ৭ বছর হয়ে গেল তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। সেই কথাই যেন বিশ্বাসই করতে পারছেন না বিরাট কোহলি। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টেস্ট ক্রিকেটের ব্যাটন এসেছিল কোহলির হাতে। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মাইলফলক ছুঁলেন বিরাট। 

গতকাল বৃহস্পতিবার মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত অধিনায়ক হিসেবে ৬০তম টেস্ট খেলতে নামলেন কোহলি। বসলেন ধোনির সঙ্গে এক আসনে। টসের সময় বিরাট বলেন, এতদিন ধরে ভারতকে নেতৃত্ব দিচ্ছি, ভাবতেই পারছি না। টেস্টে আমরা অনেক উন্নতি করেছি। আমাদের দলে অনেক ভাল ভাল ক্রিকেটার আছে। অধিনায়ক হিসেবে এরা আমার নজর কেড়েছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট নিয়ে কোহলি বলেন, টস জিতলে আমরাও ব্যাট করতাম। দলগতভাবে মোকাবিলা করতে হবে বিপক্ষের। নিজেদের সেরাটা দিতে হবে। ইংল্যান্ড এমন একটা দল, যারা যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে।
 
ধোনি ৬০ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন ২৭ টেস্ট। বিরাট ইতিমধ্যেই ৩৫ টেস্ট জিতে নিয়েছেন। এই তালিকায় তিন নম্বরে আছেন সৌরভ গাঙ্গুলি। তিনি ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১ টেস্ট জিতেছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

সর্বশেষ খবর