আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ২৫ রানে হারিয়েছে স্বাগতিক ভারত। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ডের হারকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
ভারতের বিপক্ষে এমন হার থেকে বেরিয়ে আসতে জো রুটদের বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার বলেন, ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দর যে পিচে রান করে গেলেন, সেই পিচে জো রুটদের রান না পাওয়া বেশ হতাশাজনক।
পাকিস্তানের এই তারকা বলেন, ইংল্যান্ডের জন্য এই হার খুব লজ্জার। উপমহাদেশে স্পিন খেলা একটা শিল্প, সেটা শিখতে হবে ইংলিশ ব্যাটসম্যানদের। ভারত ওদের বাস্তবটা দেখিয়ে দিয়েছে।’
পিচ নিয়েও খুব একটা প্রশ্ন তোলার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন শোয়েব, ‘অনেকেই পিচ নিয়ে কথা বলতে পারেন। কিন্তু যে পিচে পন্ত, ওয়াশিংটন রান করে যাচ্ছে সেখানে ইংলিশ ব্যাটসম্যানরা পারলেন না।’
অক্ষর পটেলেরও প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক পেসার, ‘অক্ষর দারুণ বোলার। নিজের মনের মতো পিচ পেয়ে সেটাকে কাজে লাগিয়েছে।’
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ২৫ রানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ভারত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন