৯ মার্চ, ২০২১ ১৩:০৩

কিউইদের বিপক্ষে ভালো খেলার কৌশল জানেন মাহমুদউল্লাহ!

অনলাইন ডেস্ক

কিউইদের বিপক্ষে ভালো খেলার কৌশল জানেন মাহমুদউল্লাহ!

ফাইল ছবি

দুর্দান্ত ছন্দে আছে টিম নিউজিল্যান্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে কিউইরা। ওদের মাঠে এখন পর্যন্ত কোনো ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। এই খুত তো আছেই। সব মিলে বাংলাদেশের সামনে চোখ রাঙাচ্ছে কিউইরা।

এই চিন্তা আপাতত মাথায় নিতে চাচ্ছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার অনুশীলনের ফাঁকে রিয়াদ জানান, নিজেদের শক্তি-দুর্বলতার দিকে তাকালে ভালো করা সম্ভব।

‘নিউজিল্যান্ড দল খুব ভাল ছন্দে আছে। মাত্রই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারাল। ওই জিনিসগুলো মাথায় না এনে আমাদের শক্তি ও দুর্বলতার দিকগুলোর দিকে তাকালে আমাদের খেলার জন্য ভাল হবে। আমি মনে করি যে আমাদের ক্রিকেট খেলার মন মানসিকতা থাকলে ভাল করব।’

নিজেদের মানসিকভাবে শক্ত রাখলেও টাইগারদের ভাবাচ্ছে নিউজিল্যান্ডের বিরূপ আবহাওয়া। এখানে বাতাসের সঙ্গেও লড়াই করতে হবে বাংলাদেশ দলকে। মাহমুদউল্লাহ বলছেন, কঠিন হলেও পারফর্ম করতে হবে তিন বিভাগেই।

‘নিউজিল্যান্ডের কন্ডিশন সব সময় চ্যালেঞ্জিং। আমাদের জন্য সহজ হবে না। দল হিসেবে আমাদের পারফর্ম করতে হবে তিন বিভাগেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অনুশীলন করতে পারছি, উইকেটগুলোও খুব ভালো। যে দুই ঘণ্টা আমরা সময় পাচ্ছি পুরোটা সময় কাজে লাগানোর চেষ্টা করছি। উপভোগ করছি।’

নিউজিল্যান্ডের উইকেট নিয়ে মাহমুদল্লাহ বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব উইকেটটা বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সটা মানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ এ সমস্ত উইকেটে বাউন্সটা বরাবরই থাকে। তো উইকেটে গতিটা কেমন ওটা ধরা দরকার। বেসিক ক্রিকেটটা গুরুত্বপূর্ণ। নিজেদের প্রাথমিক কাজগুলো ঠিকমতো করতে পারলে ফল ভাল হবে।’

বোলারদের কাজটাও বেশ কঠিন নিউজিল্যান্ডের মাটিতে। মাহমুদউল্লাহ বলেন, ‘বোলারদের আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জের মনে হয় ওদের প্রয়োগের ধাপটা কোন জায়গায় আছে, ওটা নিশিত করা। তাদের ফ্রেম অফ মাইন্ড কেমন ওই জিনিসটা দেখা। কারণ এখানে লেংথের ব্যাপারটা খুব জরুরি। কারণ, লেন্থের একটু বেখেয়াল হলে হয়ত বা বাউন্ডারির সুযোগ বেড়ে যায়। আমাদের খেয়াল রাখতে হবে সহজে বাউন্ডারি যেন না দেই। এবং সঠিক লাইন লেংথ ধারাবাহিকভাবে প্রয়োগ করতে পারি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর