টেস্ট ক্রিকেটের জনি বেয়ারস্টো আর ওয়ানডে'র জনি বেয়ারস্টো যেন আলাদা মানুষ। যে ব্যাটসম্যান টেস্ট সিরিজে রান পাচ্ছিলেন না, ওয়ানডেতে সেই তিনিই ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে তার রান যথাক্রমে ৯৪ এবং ১২৪। প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয়টিতে আকাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন তিনি।
ব্যাটে রান পেতেই সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের কটাক্ষের জবাব দিলেন তিনি। টেস্ট সিরিজে শোচনীয় ব্যর্থতার পর গাভাসকার বলেছিলেন, বেয়ারস্টোর পাঁচদিনের খেলায় উৎসাহ নেই।
ফত শুক্রবার (২৬ মার্চ) ভারতীয় বোলারদের চূর্ণ করে ম্যাচ জেতার পর ইংলিশ ব্যাটসম্যানটি বললেন, 'যদি গাভাস্কার চান, আমায় ফোন বা মেসেজ করতে পারেন। টেস্ট খেলা নিয়ে আমার ইচ্ছা বুঝিয়ে দেব। আমার ফোন খোলাই আছে।'
ভারতীয় কিংবদন্তির সমালোচনা যে হজম হয়নি বেয়ারস্টো'র তা বলাই বাহুল্য। তিনি বলেন, গাভাস্কারের মন্তব্য তিনি শোনেননি। দ্বিতীয়ত, দুইজনের মধ্যে কোনও যোগাযোগ না হওয়া সত্ত্বেও কী করে মতপ্রকাশ হয়ে যায়, সেটা জানারও ইচ্ছা রয়েছে। সেই কারণেই গাভাস্কার চাইলেই ফোন করতে পারেন। ফোন খোলাই আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত