১৬ এপ্রিল, ২০২১ ১৯:৫৮

রমজানে অসহায় মানুষের পাশে আফ্রিদি

অনলাইন ডেস্ক

রমজানে অসহায় মানুষের পাশে আফ্রিদি

পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। দীর্ঘদিন ধরে সংগঠন গড়ে মানবসেবায় কাজ করছেন তিনি। তার সংগঠনের নাম শহীদ আফ্রিদি ফাউন্ডেশন। অসহায় ও দরিদ্র মানুষের জন্য আফ্রিদি স্থাপন করেছেন দাতব্য হাসপাতালও।

করোনাকালে নিম্নবিত্ত মানুষের মহাবিপর্যয়ের দিনে মানবিক সহায়তা চালিয়ে যাচ্ছেন এক সময়ের তারকা অলরাউন্ডার, জাতীয় দলের সাবেক অধিনায়ক 'বুম বুম' খ্যাত আফ্রিদি।

পবিত্র রমজানেও থেমে নেই আফ্রিদির মানবসেবা কার্যক্রম। শহীদ আফ্রিদি ফাউন্ডেশন, ইউকের এক টুইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করোনার মধ্যেই আফ্রিদি নিজ হাতে সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার প্যাকেট তুলে দিচ্ছেন।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে:

এই রমজানে আপনি কি কোন পরিবারকে সাহায্য করতে পারেন? পুরো বরকতময় মাসজুড়ে পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য মাত্র ৩০ ডলারই যথেষ্ট। আমরা পাকিস্তানের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে তা পৌঁছে দিচ্ছি।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর