যাত্রার শুরুতেই ইউরোপিয়ান সুপার লিগ পেয়েছে বিদ্রোহী তকমা। হাজার হাজার কোটি টাকা মূল্যের এমন লিগ আয়োজনের উদ্যোগ ভালোভাবে নেয়নি ফিফা ও উয়েফা কর্তৃপক্ষ। এমনকি রাষ্ট্রনেতারাও ইউরোপিয়ান সুপার লিগ সংক্রান্ত উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। নেতিবাচক প্রতিক্রিয়া শুরুর পর লিগ থেকে ছয়টি ইংলিশ ক্লাব বেরিয়ে গেছে ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই। অবশেষে টনক নড়েছে লিগ কর্তৃপক্ষের। লিগ আয়োজনে দেওয়া প্রস্তাবের বিষয়ে তারা এবার নতুন করে ভাবছে।
ইউরোপিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ এখনো টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী। তবে পরিকল্পনায় বদল আসছে।
দ্য অ্যাথলেটিক এবং ইএসপিএন ইউরোপিয়ান সুপার লীগের একটি বিবৃতি হাতে পেয়েছে। এতে প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, তাদের প্রাথমিক প্রস্তাবে পরিবর্তন আনা হবে। তাদের দাবি, ইউরোপীয় ফুটবলের স্থিতাবস্থা পরিবর্তনের প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রজেক্টটি বাস্তবায়নে নতুন করে চিন্তাভাবনা করবেন তারা।
বিডি প্রতিদিন/ফারজানা