চেন্নাইয়ে রানের গতি আচমকাই যেন থমকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের। আগের ম্যাচে কম রান করে দিল্লির কাছে হারার পর শুক্রবার পাঞ্জাব কিংসের কাছেও হেরে গেল রোহিত শর্মার দল।
চেন্নাইয়ে পাঁচ ম্যাচ খেলা হয়ে গেল। কিন্তু কিছুতেই বড় রান করতে পারছেন না রোহিতরা। প্রথম ম্যাচের আরসিবি’র বিরুদ্ধে ১৫৯ রান তুলেছিল তারা। এরপর সেই রান পেরোতে পারেনি মুম্বাই।
শুক্রবার চেন্নাইয়ের চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা মুম্বাই ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তুলতে পারে। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ও ১৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।
মুম্বাইয়ের অধিনায়ক বাদে এদিন কেউ মাথা তুলে দাঁড়াতে পারলেন না। ৫টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬৩ করলেন রোহিত। তিনি বাদে দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন মাত্র দুজন। সূর্যকুমার যাদব (৩৩) এবং কায়রন পোলার্ড (অপরাজিত ১৬)। একমাত্র ফ্যাবিয়েল অ্যালেন বাদে পঞ্জাবের কোনো বোলারই বেশি রান দেননি।
তবে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে বিশেষ বেগ পেতে হয়নি। দলের ৫৩ রানের মাথায় ফিরে যান ময়াঙ্ক আগরওয়াল (২৫)। বাকি কাজ সম্পূর্ণ করেন রাহুল (অপরাজিত ৬০) এবং ক্রিস গেইল (অপরাজিত ৪৩)।
বিডি প্রতিদিন/এমআই