রাজস্থান রয়্যালেসর জন্য আরও একটি খারাপ খবর। বেন স্টোকসের পর ২০২১ আইপিএল থেকে ছিটকে গেলেন জোফরা আর্চার। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আর্চার আগামী সপ্তাহ থেকে ট্রেনিং শুরু করবে। সাক্সেস থেকে ফুল ট্রেনিঙ শুরু করবে। আশা করা যায়, আগামী দুই সপ্তাহের মধ্যে ক্রিকেট ফিরতে পারবে আর্চার। তবে তার যদি কোনও যন্ত্রণা না হয়, তাহলে ইসিবি ঠিক করে দিয়েছে, ম্যাচ খেলবে আর্চার। অর্থাৎ চতুর্দশ আইপিএলে খেলা হচ্ছে না আর্চারের।
সুতরাং বেন স্টোকসের পর আর্চারকেও পাচ্ছে না রাজস্থান। মৌসুমের প্রথম আঙুলে চোট পাওয়ার পর আইপিএল থেকে ছিটকে যান স্টোকস। ইংলিশ এই অলরাউন্ডারকে ছাড়া পরের তিনটি ম্যাচের মধ্যে দুইটিতে হেরেছে রয়্যালস। এবার আর্চারকে পাওয়ার আশাও শেষ হয়ে গেছে সঞ্জু স্যামসনদের। ফলে দুই অলরাউন্ডারকে না পাওয়াটা রাজস্থান রয়্যালসের জন্য দারুণ ক্ষতি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির