পাল্লেকেলে টেস্টে জোড়া সেঞ্চুরির দেখা পেয়েছে শ্রীলঙ্কা। টেস্টের চতুর্থ দিন উইকেটে কোনো সুযোগই তৈরি করতে পারছেন না বাংলাদেশের বোলাররা। উল্টো রান বাড়িয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এরই মধ্যে দিমুথ করুনারত্নের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। জোড়া সেঞ্চুরিতে ব্যাটিংয়ে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৪৫৭ রান। করুনারত্নে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে আছেন, অন্যদিকে ১৪১ রান নিয়ে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা। মাত্র ৮৪ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ।
স্কোরবোর্ডে ৫৪১ রানের বিশাল রান নিয়েই ইনিংস ঘোষণা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। কিন্তু, ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাও যে তার দাঁতভাঙা জবাব দেবে সেটা কে জানত! ব্যাটিংয়ে নেমে প্রতিরোধ গড়ছেন লঙ্কান ব্যাটাসম্যানেরা।
শুক্রবার তৃতীয় দিন স্বাগতিকদের তিন উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশ। আজ শনিবার চতুর্থ দিন লঙ্কানদের প্রতিরোধ ভাঙার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।
বিডি-প্রতিদিন/আরাফাত