দুই নারীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত হয়ে ওয়েলসের কোচের চাকরিটা হারালেন রায়ান গিগস। ইউরো-২০২০ এর বাছাইয়ে তার অধীনে কোয়ালিফাই করেছে ওয়েলস। তবে আসন্ন ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে ওয়েলসকে কোচিং করানো হচ্ছে না তার।
দুই নারীকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। ২০১৯ সালের নভেম্বরে এই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ওয়েলস ম্যানেজার। পরে জামিনে ছাড়া পান। কিন্তু শুক্রবার গিগসের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, সহকারী কোচ রবার্ট পেজ ইউরো চ্যাম্পিয়নশিপে দলকে কোচিং করাবেন।
গিগসের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের নভেম্বরে স্যালফোর্ডে এক নারীকে শারীরিকভাবে আঘাত করেছিলেন তিনি। সেই নারীর বয়স ৩০-এর আশপাশে। এ ছাড়াও ২০ বছর বয়সী এক যুবতীকেও আক্রমণ করেছিলেন গিগস।
ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ওয়েলসের একটি জায়গায় ৩০ বছর বয়সী এক নারীকে ছোটখাটো আঘাতের জন্য চিকিৎসা করাতে দেখা গিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ