দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়নের মুকুট পরলো ইন্টার মিলান। এতে ১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার। সেই সঙ্গে সমাপ্তি ঘটলো ইতালির শীর্ষ লিগে জুভেন্টাসের ৯ বছরের আধিপত্য।
সমীকরণ ছিল সাস্সুয়োলোর মাঠে আতালান্তার পরাজয় অথবা ড্র, যাই হোক না কেন শিরোপা জিতবে ইন্টার। সে হিসাবে রবিবার সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় মাঠে না নেমেই সেই দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন হলো ইন্টার।
এর আগে ক্রোতোনের মাঠে গত শনিবার ২-০ গোলে জিতে শিরোপা জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিল ইন্টার। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আসরটির শিরোপা জিতেছিল ইন্টার মিলান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন