১০ মে, ২০২১ ২০:১৭

মমতার মন্ত্রী হলেন সাকিবের সতীর্থ মনোজ তিওয়ারি

অনলাইন ডেস্ক

মমতার মন্ত্রী হলেন সাকিবের সতীর্থ মনোজ তিওয়ারি

সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারি

রাজনীতিতে যোগদানের পর থেকেই ক্রমাগত উত্থান মনোজ তিওয়ারির। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয় লাভ করেন মনোজ তিওয়ারি। প্রথমবার নির্বাচনে জিতে এবার মন্ত্রীও হলেন।

সোমবার কলকাতার রাজভবনে মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মনোজ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দপ্তর সামলাবেন তিনি।

এর আগে এই দপ্তর সামলেছিলেন আরেক বঙ্গ অধিনায়ক, কেকেআর ও ভারতের আরেক সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।

আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সতীর্থ তিনি।

ক্রিকেটকে এখনও বিদায় বলেননি মনোজ। এখনও আইপিএলে ব্যাট চালান তিনি। খেলেন অন্যান্য ঘরোয়া লিগও।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর