১২ মে, ২০২১ ০৬:৪৮

২ ম্যাচ আগেই প্রিমিয়ার লিগ জয় ম্যানচেস্টার সিটির

অনলাইন ডেস্ক

২ ম্যাচ আগেই প্রিমিয়ার লিগ জয় ম্যানচেস্টার সিটির

ফাইল ছবি

এই নিয়ে গত চার বছরে তিনবার প্রিমিয়ার লিগ জয় করলো ম্যানচেস্টার সিটি। দুই ম্যাচ বাকি থাকতেই পঞ্চমবারের জন্য ইপিএল ঘরে তুলল পেপ গার্দিওলার দল। মঙ্গলবার (১১ মে) লেস্টার সিটি ম্যান ইউকে ২-১ গোলে হারাতেই প্রিমিয়ার লিগ ঘরে তুলল ম্যান সিটি।

গত শনিবার চেলসির কাছে পেপ গার্দিওলার ছেলেরা হেরে যাওয়ায় সেদিন শিরোপা জয় সম্পূর্ণ হয়নি। এর পরদিন রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিয়াকে ৩-১ গোলে হারানোয় অপেক্ষার সময় গড়ায় মঙ্গলবার (১১ মে) পর্যন্ত। 

এদিন লেস্টার সিটি ম্যান ইউকে হারাতেই ২ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির। ৩৫ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৮০। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ম্যান ইউ। ৩৪ ম্যাচে স্কোর ৭০। ২০১৬ সালে ইদিহাদের হট সিটে বসার পর থেকে পেপ গার্দিওলার এটি অষ্টম বড় জয়। এছাড়া তার কোচিংয়ে ৯টি ঘরোয়া লিগ জিতেছে ম্যানেস্টার সিটি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর