১৭ মে, ২০২১ ০১:৫৫

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আর্চার

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আর্চার

ফাইল ছবি

ডান হাতের আঙুলে অস্ত্রোপচারের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন বাইশ গজে। কিন্তু সেই প্রত্যাবর্তন সুখের হল না জোফ্রা আর্চারের জন্য। কারণ ফের পুরানো কনুইয়ের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। অবস্থা এমনই যে ফের হয়তো একবার অস্ত্রোপচার হতে পারে তার। যার ফলে আগামী ২ জুন থেকে শুরু হতে চলা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার।

দীর্ঘদিন ধরেই ডান কনুইয়ের চোটে নাজেহাল আর্চার। কনুইয়ের চোটের চিকিৎসার মাঝেই আবার গত জানুয়ারিতে অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে ডান হাতে আঙুলে কাঁচের টুকরো ঢুকে যায়। কনুইয়ের চিকিৎসার কারণেই আঙুলের অস্ত্রোপচার পিছিয়ে গিয়েছিল। এরপর কনুইয়ের চোট সারিয়ে মার্চের শেষে অস্ত্রোপচার হয় আর্চারের আঙুলে। অস্ত্রোপচারের কারণে আইপিএল থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই ইংলিশ ক্রিকেটার। প্রায় দেড়মাস বিশ্রামের পর গত বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের বিরুদ্ধে সাসেক্সের হয়ে মাঠে নামেন ইংলিশ স্পিডস্টার।

প্রথম ইনিংসে জোড়া উইকেটও তুলে নেন। যার মধ্যে ছিল তার জাতীয় দলের সতীর্থ জ্যাক ক্রলির উইকেট। কিন্তু সমস্যা শুরু হয় দ্বিতীয় ইনিংসে। কেন্টের দ্বিতীয় ইনিংসে মাত্র পাঁচ ওভার বল করেছেন আর্চার। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ দিন এক ওভারও বল করেননি তিনি। তৃতীয়দিন আর্চার বল না করার কারণ হিসেবে সাসেক্স কোচ জানান, ‘তার কনুই নিয়ে কিছু সমস্যা হচ্ছে। বেন (অধিনায়ক) মনে করেছিল সে বল করতে পারবে। কিন্তু তার কনুইয়ে যন্ত্রণা অনুভূত হওয়ায় বল করতে পারেনি। আর্চারের কনুই সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই দিতে পারবে।’

রবিবার (১৬ মে) ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করে আর্চারের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করা হয়। তারা জানিয়েছে, ‘ইংল্যান্ড জাতীয় দল এবং সাসেক্স মেডিক্যাল টিম আর্চারের চোটের বিষয়টি আপাতত দেখবে। চলতি সপ্তাহেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে তাকে এবং সেখানেই ম্যানেজমেন্ট তাদের পরবর্তী পদক্ষেপ জানতে পারবে।’

 

বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর