২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব পেয়েছিলেন জেসন হোল্ডার। দীর্ঘ সময় পর অধিনায়কত্বের দায়িত্ব হারাতে হলো তাকে। এতে বেশ মর্মাহত হয়েছেন তিনি। অধিনায়কের দায়িত্ব হারিয়ে সাধারণ খেলোয়াড় হিসেবে খেলা কঠিন হবে বলে মানছেন জেসন। তবে তিনি এখনো পুরো মনোযোগ দিতে চান ক্রিকেটের ওপর।
সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ সামনে রেখে ইএসপিএন ক্রিকইনফোকে এসব কথা বলেন জেসন হোল্ডার।
জেসন হোল্ডার বলেন, সাধারণ খেলোয়াড় হিসেবে এখনই মানিয়ে নেওয়াটা বেশ কঠিন হবে। আমি আমার এখনকার অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। তবে এটা কষ্টকর অভিজ্ঞতা।
করোনাভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ সফরে আসেননি ওয়েস্ট ইন্ডিজের অনেক তারকা খেলোয়াড়। সেই দলে ছিলেন জেসন হোল্ডারও। সেসময় দলকে নেতৃত্ব দেন ক্রেইগ ব্রাথওয়েট। পরে শ্রীলঙ্কার বিপক্ষেও ক্রেইগ ব্রাথওয়েটের ওপরই ভরসা করেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। স্থায়ী অধিনায়কের হিসেবেও এবার তাকেই বাছাই করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিডি প্রতিদিন/ফারজানা