সর্বকালের সেরাদের একজন পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই মহাতারকার রেকর্ড নিয়ে আলোচনার শেষ নেই। তবে খুব অল্প সময়ে বেলজিয়ামের রোমেলো লুকাকুও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো একারবি এবার এই দুই তারকা নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে বসলেন। তার দাবি, দু’জনের মধ্যে তুলনায় লুকাকু বেশি ভয়ংকর। ফ্রান্সেসকো বলেন, রোনালদোকে বরং মার্ক করা সহজ। ইনফর্ম লুকাকুকে বেশি ভয়ংকর বলে মনে হয় এই ডিফেন্ডারের কাছে। বেলজিয়ান তারকাকে কমপ্লিট ফুটবলার বলেও মনে করেন একারবি।
উল্লেখ্য, ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হচ্ছে রোনালদোর পর্তুগাল ও লুকাকুর বেলজিয়াম। যারা জিতবে তারা কোয়ার্টার ফাইনালে খেলবে ইতালির বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টারে কাকে বেশি ভয়ংকর মনে করেন, এমন প্রশ্নের জবাবে ফ্রান্সেসকো এমনটাই জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক