শিরোনাম
২৯ জুলাই, ২০২১ ১১:৩৬

অলিম্পিকে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলেছে চীন

অনলাইন ডেস্ক

অলিম্পিকে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলেছে চীন

টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ে এবার জাপান ও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত চীনের স্বর্ণপদকের সংখ্যা ১৪। ১৩টি করে স্বর্ণপদক জিতেছে জাপান ও যুক্তরাষ্ট্র।

তবে পদক সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ১৩টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৬টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীনের মোট পদকের সংখ্যা ২৯টি।

এদিকে, ৭টি স্বর্ণপদকসহ মোট ২৫টি পদক জিতেছে রাশিয়া। জাপানের মোট পদকের সংখ্যা ২২টি। ৭টি স্বর্ণপদকসহ অস্ট্রেলিয়া মোট পদক জিতেছে ১৯টি। ৫টি স্বর্ণপদকসহ গ্রেট ব্রিটেন মোট পদক জিতেছে ১৬টি। ৪টি স্বর্ণপদকসহ দক্ষিণ কোরিয়ার মোট পদক ১১টি। ৩টি স্বর্ণপদক জেতা জার্মানিরও মোট পদক ১১টি। মোট ১৮টি পদক জেতা ইতালি স্বর্ণপদক ঘরে তুলেছে ২টি। 


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর