অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও টাইগাররা সে ধারাবাহিকতা ধরে সিরিজ জয় নিশ্চিত করেছে। আশা করছি, পারফরম্যান্সের এ ধারাবাহিকতা সিরিজের বাকি দুই ম্যাচে বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত