টি-২০ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক সিরিজ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজটা স্থগিত হয়ে যাওয়ায় জাতীয় দলের ব্যস্ততা নেই। তাই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলতেও বাধা থাকছে না।
আরব আমিরাতে আইপিএলের ১৪তম আসরের বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এ পর্বে অনুষ্ঠিত হবে অবশিষ্ট ২৯ ম্যাচ। গত মে মাসে ভারতে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হোম সিরিজ শেষ হয়ে যাবে আগামী ১০ সেপ্টেম্বর। হোম সিরিজ শেষেই উড়াল দিতে পারবেন বাংলাদেশি দুই ক্রিকেটার। ইতোমধ্যে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে বিসিবিকে চিঠি দিয়েছেন মুস্তাফিজ এবং তার ছাড়পত্র পাওয়ার সম্ভাবনাই বেশি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের কাছে একটি আবেদন এসেছে, সেটা হলো মুস্তাফিজের। আমাদের তরফ থেকে আমরা ইতিবাচক আছি তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ওর সম্ভাবনা আছে যাওয়ার।’
প্রসঙ্গত, এ বছর টি-২০ বিশ্বকাপও আমিরাতেই হবে। সেক্ষেত্রে আইপিএল খেলাটা বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে মুস্তাফিজকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ