পাকিস্তানের তারকা পেসার শোয়েব আখতার এবার মিসবা উল হক এবং ওয়াকার ইউনুসের পদত্যাগ নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন। তার মতে, মিসবাদের যদি পদত্যাগ করতে বলাও হয়, তবে ওদের প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ না করে পদত্যাগ করাটা কাপুরুষের মতো কাজ।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবা উল হক। তার পথই অনুসরণ করেন বোলিং কোচ ওয়াকার ইউনুসও। তাও আরো এক বছরের চুক্তির সময় থাকতে হাতে থাকতে তাদের এই সিদ্ধান্ত। এ নিয়ে চলছে বিতর্কের ঝড়।
তবে এভাবে পদত্যাগ করার ঘটনার রীতিমতো বিরক্ত পাকিস্তানের তারকা পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন, মিসবাদের যদি পদত্যাগ করতে বলাও হয়, তবে ওদের প্রতিবাদ করা উচিত ছিল।
একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই রাওলপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, আমি মনে করি না, ওরা স্বেচ্ছায় পদত্যাগ করেছে। বরং মনে করি, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে ওদের পদত্যাগ করতে বলা হয়েছিল। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানের জন্য দুঃসংবাদ যে কোনও মুহূর্তে আসতে পারে এবং আমি মনে করি না, তিনি তার চাকরিটা বাঁচাতে পারবেন।
শোয়েব বলেন, আমার মনে হয়, তার জন্য শেষটা দুঃখেরই হবে। কারণ নতুন চেয়ারম্যান তার নিজের টিম নিয়ে আসবেন। দেখা যাক কী হয়! তবে রামিজ রাজার নিজের টিম নিয়ে আসার এবং নতুন পরিকল্পনা করার সব অধিকারই রয়েছে। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য তার যে কাউকে নিযুক্ত করা বা বহিষ্কার করার পূর্ণ অধিকারও রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক