মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
ঘরের মাঠে টাইগারদের এ জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মিরপুরের উইকেট। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হওয়ায় বিভিন্ন সময়ে বিসিবি কর্মকর্তারা উইকেট উন্নতি করার কথা বলেছেন। কিন্তু দিনে দিনে সেটা আরও ভয়ংকর হয়ে উঠেছে।
আজ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে সেই রান তুলে সিরিজ জিততে বাংলাদেশেরও লেগে যায় ১৯.১ ওভার। হারাতে হয়েছে চার উইকেট।
আজকের ম্যাচের উইকেট নিয়ে টুইট করেছেন কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। তিনি লেখেন, 'মেনে নিচ্ছি হোম কন্ডিশনের সুবিধা নেওয়া যেতেই পারে, কিন্তু এই কন্ডিশনে খেলে বাংলাদেশ কি দীর্ঘমেয়াদী উন্নতি করতে পারবে?'
এর আগে মিরপুরের উইকেট নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে লেখেন, আমি ঠিক বুঝতে পারছি না যে, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে; সেটা তাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হবে কি-না!'
আগামী শুক্রবারের সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। আর কিউইদের জন্য সম্মান বাঁচানোর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন