টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিনি হলেন মোহাম্মদ নবী। এর আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়র ঘোষণা দেন রশিদ খান।
অধিনায়কত্ব ছাড়ার পেছনে কারণ হিসেবে টুইটারে রশিদ খান লিখেন, ‘একজন অধিনায়ক এবং দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে দল বাছাইয়ের অংশ হওয়ার অধিকার আমার আছে। কিন্তু দল বাছাইয়ের সময় নির্বাচক কমিটি এবং এসিবি আমার কোনো মতামত নেয়নি। আমি এ জন্য আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সবসময়ই আমার জন্য গর্বের বিষয়।’
একনজরে আফগান দলের বিশ্বকাপ স্কোয়াড
রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন-উল হক, হামিদ হাসান, শরাফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।
স্ট্যান্ডবাই: আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ