বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দেয়ার পর থেকেই আলোচনায় চলছে লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে। মেসির সেই জার্সি পরছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড আনসুমানে ফাতি। তবে লিজেন্ডারি এ জার্সি পরায় অতিরিক্ত চাপ অনুভব করছেন না বলে জানান তিনি।
দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ফাতি লেভান্তের বিপক্ষে মাঠে নেমেই গোলের দেখা পান। ৩-০ ব্যবধানে জেতা ম্যাচটিতে লা লিগার ‘কিং অব দ্য ম্যাচ’ও হন তিনি। গত বছরের নভেম্বরে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া স্প্যানিশ এ ফরোয়ার্ড মাঠে ফিরেই দেখিয়েছেন পায়ের যাদু। তাইতো মেসির জার্সি শরীরে চাপিয়ে তেমন চাপ অনুভব করছেন না বলে জানান তিনি।
ফাতি বলেন, ‘১০ নম্বর জার্সি পরা চাপের কিছু নয়। লিও (মেসি) চলে যাওয়ার পর এ জার্সি পরাটা সম্মানজনক। ক্লাব ও অধিনায়কদের ধন্যবাদ। ’
গত দলবদল মৌসুমে বার্সা লিজেন্ট মেসি পিএসজিতে চলে যাওয়ার পর তার রেখে যাওয়া আইকনিক ১০ নম্বর জার্সি দেওয়া হয় ফাতিকে। প্রথমবারের মত জার্সিটি গায়ে চাপিয়ে গোল করেই নিজের দক্ষতার জানান দিলেন এ তারকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ