চুক্তি শেষ হওয়ার ৪ মাস আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান নিজের পদ থেকে সরে দাঁড়ালেন। ২০১৯ সাল থেকে ৩ বছরের চুক্তিতে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াসিম।
ওয়াসিমের এমন হঠাৎ সরে যাওয়া নিয়ে পিসিবির সদ্য নতুন নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা বুধবারই এক সভা ডেকেছেন।
এ ব্যাপারে পিসিবি ওয়াসিমের সরে যাওয়ার খবর এক বিবৃতি দিয়ে নিশ্চিত করে, ওয়াসিম খানের প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে। এই ব্যাপারটির মীমাংসা করতে আজই সভা ডাকা হয়েছে।
এদিকে, রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আসার পর এনিয়ে দেশটির ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ের ৩জন পদত্যাগ করলেন। এর আগে হেড কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসও সরে যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ