২১ অক্টোবর, ২০২১ ১৩:২৬
খবর টাইমস অব ইন্ডিয়ার

ম্যানইউ মালিকের নজর এবার আইপিএলে

অনলাইন ডেস্ক

ম্যানইউ মালিকের নজর এবার আইপিএলে

ম্যানইউ মালিকের নজর এবার আইপিএলে

ম্যানচেস্টার ইউনাইটেড, যেটিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব হিসেবে বিব্চেনা করা হয়। সেই ক্লাবের মালিক ‘দ্য গ্লেজার’ পরিবারের নজর এবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই সম্প্রতি ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) ছেড়েছে। একটি কোম্পানির মাধ্যমে সেটা কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ধনাঢ্য ক্লাবের আমেরিকানভিত্তিক মালিক। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করতে আগ্রহী তারা।

ফ্র্যাঞ্চাইজির জন্য বিড করতে আগ্রহী বিডারের ব্যক্তিগত নেট ওর্থ হতে হবে আড়াই হাজার কোটি রুপি।

গ্লেজার পরিবার ছাড়াও আইটিটি নিয়েছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া, জিন্দাল স্টিল।

নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএলে জায়গা পাওয়ার দৌড়ে আছে আহমেদাবাদ, লক্ষ্ণৌ, গুয়াহাটি, কটাক, ইন্দোর ও ধর্মশালা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর