পাকিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচ। টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। কিন্তু কাল সংবাদ সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় ছিল মুশফিকুর রহিমের প্রসঙ্গ। মিস্টার ডিপেন্ডেবলকে কি বাদ দেওয়া হয়েছে, নাকি পাঠানো হয়েছে বিশ্রামে! বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকছেই।
তবে ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণে ফর্মহীনতার জন্যই যে পাকিস্তান সিরিজে বাদ পড়েছেন মুশফিক, তা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটের ক্ষুদে সংস্করণে মুশফিকের ব্যাট না হাসার কারণ জানিয়েছেন তার বাবা মাহবুব হামিদ বলেন, বিশ্বকাপে মুশফিকের পারফরম্যান্স নিয়ে আমিও হতাশ। তার কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু তার প্রস্তুতি আশানুরূপ হয়নি। ফলে আরব আমিরাতে ভালো করেনি। আসলে কিপিং করলে ব্যাটিং ভালো করতে পারে মুশফিক। কিন্তু জিম্বাবুয়ে সফরসহ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে কিপিং দেওয়া হয়নি। বায়ো বাবল বিধির কারণে তো অস্ট্রেলিয়া সিরিজে খেলেইনি মুশফিক।
মাহবুব হামিদের কথা স্পষ্ট যে, কিপিং ছেড়ে দেওয়ায় ব্যাটিংয়ে রান পাচ্ছেন না মুশফিক। বিশ্বকাপেও কিপিং করেননি তিনি। সেখানেও ব্যর্থ বাংলাদেশের এ সেরা ব্যাটসম্যান।
কিপিংয়ে মুশফিককে না রাখার পেছনে নিজেকেই দায়ী করলেন বাবা মাহবুব হামিদ। তিনি জানান, জিম্বাবুয়ে সফরে তিনি ও মুশফিকের মা করোনায় আক্রান্ত হলে সিরিজ বাদ দিয়ে দেশে ফিরে আসেন মুশফিক। ওই সিরিজে নুরুল হাসান সোহান সুযোগ পেয়ে ভালো কিপিং করেন। পরবর্তী সময় মুশফিক আর গ্লাভস হাতে নেননি।
দল থেকে বাদ পড়ার পর টিম ম্যানেজমেন্টের উদ্দেশে মুশফিক বলেছিলেন, ‘একটু খোলামেলা কথা বললে ভালো হয়। আমাকে জিজ্ঞেস করা হলো যে, এই সিরিজে আমি অ্যাভেইল্যাবল কিনা, এরপর হুট করে...। তখনো যদি তারা বলতেন যে, বাইরে রাখার চিন্তা করছেন, তাহলে অন্যভাবে পরিকল্পনা করতে পারতাম। কিন্তু সবকিছু শেষে হুট করেই বলা হলো। এখন (টেস্টের জন্য) প্রস্তুতি নেওয়া কঠিন।’
কিন্তু মুশফিকের ব্যাপারে কিছুই বলতে চান না মাহমুদুল্লাহ। তাকে দেখে মনে হচ্ছিল, বিষয়টি নিয়ে তিনি যেন খুবই বিব্রতবোধ করছেন। মুশফিকের বক্তব্য নিয়ে বললেন, ‘দেখেন, মুশফিক কি বলেছে আমি নিজেও জানি না। আগে দেখি, তারপর সম্ভবত এ নিয়ে কিছু বলতে পারব।’
সিদ্ধান্তের বিষয়টা টিম ম্যানেজমেন্টের ওপর চাপিয়ে দিলেন ক্যাপ্টেন, ‘আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এ মুহূর্তে আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে আমরা অবশ্যই মুশফিককে মিস করতে যাচ্ছি।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন