পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বি। শনিবার রাতে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, মূলত টপ অর্ডারের রান খরার কারণে ডাক পেয়েছেন ইমন। রাব্বিকে ডাকা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের ইনজুরির কারণে। এই দুজনেই আছেন অভিষেকের অপেক্ষায়।
কার জায়গায় কামরুল ইসলাম রাব্বি দলে আসবে, এমন প্রশ্নে প্রধান নির্বাচকের জবাব, ‘মোস্তাফিজ তো খেলতে পারবে না। তাই আমরা কামরুল ইসলাম রাব্বিকে দলে ডেকেছি। মোস্তাফিজের ব্যাকআপ হিসেবে রাব্বি দলভুক্ত হয়েছে।’
প্রসঙ্গত, ৩ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তাই তৃতীয় ম্যাচটি জিতে টেস্টের আগে ভাঙা মনোবল ফেরাতে চায় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/এমআই