অল্পের জন্য অর্ধ-শতক থেকে বঞ্চিত হলেন নাঈম শেখ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপাশ আগলে রেখেছিলেন তিনি। কিন্তু মাত্র তিন রানের জন্য অর্ধ-শতক করতে পারলেন না। ৫০ বলে ৪৭ রান করে আউট হন নাঈম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১১১ রান করেছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে সোমবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলছে। এই ম্যাচে নামার আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজ জিততেই হবে টাইগারদের।
বিডি প্রতিদিন/এমআই