২৯ নভেম্বর, ২০২১ ২১:৪২

পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো টাইগারদের জয়ের আশা ডমিঙ্গোর

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো 
টাইগারদের জয়ের আশা ডমিঙ্গোর

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি

পঞ্চম দিনে যেন শুধু আনুষ্ঠানিকতা বাকি। হাতে ১০ উইকেট নিয়ে ম্যাচ জিততে পাকিস্তানকে করতে হবে মাত্র ৯৩ রান। তবে হাল ছাড়ছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। আশা প্রকাশ করে তার ভাষ্য, ব্যাপারটা কঠিন হলেও ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। 

চলমান টেস্টের প্রতিদিনই প্রথম সেশন ছিল বোলারদের দখলে। একটু নিয়ন্ত্রিত বোলিংয়েই উইকেট পড়েছে মুড়িমুড়কির মতো। ডমিঙ্গোর তাই এই আশা। ‌‘  

আজ চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বললেন, ‘প্রথম সেশনে উইকেট পড়ছে। যেভাবে ছেলেরা লড়াই করেছে তাতে আমি গর্বিত। পাকিস্তান ম্যাচে এগিয়ে আছে। তাদের ৯৩ রান প্রয়োজন, আমাদের জিততে হলে বিশেষ কিছু করতে হবে।’ 

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে, এটা বিশ্বাস করেই কাল মাঠে নামতে হবে। প্রথম আধঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’ 

মূলত তৃতীয় দিনের শেষ বিকেল চতুর্থ দিনের শেষ দুই সেশনে ম্যাচ হেলে যায় পাকিস্তানের দিকে। প্রথম ইনিংসের ৪৪ রানের লিড নেওয়ার পরও খেলার লাগাম ধরতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৫ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট।

চতুর্থ দিন সকালে নেমে শুরুতেই বিদায় নেন মুশফিকুর রহিম। পরে ইয়াসির আলি ও লিটন দাসের ব্যাটে ফের জেগেছিল সম্ভাবনা। ইয়াসিরের আঘাত পেয়ে ছিটকে পড়া ও লিটনের ফিফটিতে পর আউটে বদলে যায় ছবি। বাকিরা কেউ আর দাঁড়াতে পারেননি।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে। দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক দুইজনই অর্ধশতক হাঁকিয়েছেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর