৪ ডিসেম্বর, ২০২১ ১৯:২৮

ডমিঙ্গো ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

ডমিঙ্গো ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি

নাজমুল হাসান পাপন (ফাইল ছবি)

নানা ইস্যু নিয়ে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় তিনি বলেন, গত ৮ বছরে বাংলাদেশ ক্রিকেট দলের এতো খারাপ পারফরম্যান্স তিনি কখনও দেখেননি। 

ডমিঙ্গো ইস্যুতে পাপনের ব্যাখ্যা, ‘বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ডমিঙ্গো আমাদের জানায় সে খুব ভালো একটা অফার পেয়েছে, চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা চুক্তি বাড়াব কিনা। চুক্তি বাড়ালে সে থাকবে। চুক্তি না বাড়ালে থাকবে না, ঐ জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দিবে। তখন যতটুকু সম্ভব খোঁজাখুঁজি করেছিলাম। পরে সিদ্ধান্তে আসলাম- এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাবো না। যদি পাইও, বিশ্বকাপের আগ মুহূর্তে বা পরপরই নতুন কোচ আনা নিয়ে দ্বিধায় ছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘বেশির ভাগ কোচ যাদের পাচ্ছিলাম তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসতে পারবে না। সব চিন্তা করে বোর্ড চিন্তা করল তার চুক্তি বাড়িয়ে নেওয়া হোক। ইতোমধ্যে বাড়িয়েও নিয়েছি। আমরা এখনও অপেক্ষা করছি রিপোর্টের জন্য।’

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর