৬ ডিসেম্বর, ২০২১ ০৯:১৩
ঢাকা টেস্ট

তৃতীয় দিনেও বৃষ্টি; দুই দলকে হোটেলে থাকার পরামর্শ

অনলাইন ডেস্ক

তৃতীয় দিনেও বৃষ্টি; দুই দলকে হোটেলে থাকার পরামর্শ

একবারের জন্য দেখা মিলেনি সূর্যের। দিনভর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আলোর দেখা ছিল না, বৃষ্টি থামেনি। তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র আধা ঘণ্টা বা ৩০ মিনিট। তাতে স্বাগতিক বাংলাদেশের বোলাররা বোলিং করেছেন মাত্র ৬.২ ওভার বা ৩৮ বল। সফরকারী পাকিস্তান স্কোর বোর্ডে যোগ করেছে আগের দিনের সঙ্গে আরও ২৭ রান। দিনের খেলা বন্ধ হওয়ার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৭১ ও সাবেক অধিনায়ক আজহার আলি অপরাজিত রয়েছেন ৫২ রানে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের চিত্র এটাই। 

সময় গড়ানোর সঙ্গে বৃষ্টির প্রভাব যেন আরও বাড়ছে। তৃতীয় দিন সোমবার (৬ ডিসেম্বর) বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করছেন। 

টানা বৃষ্টির কারণে ম্যাচ রেফারি পরামর্শ দিয়েছেন দুই দলের ক্রিকেটারদের হোটেলে থাকতে। পর্যবেক্ষণ শেষে সকাল ১০টায় পরবর্তী করণীয় জানানো হবে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইবরাহিম বাদিস। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর