নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই ম্যাচ জিতে গেল ভারত। ৩৭২ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতলেন কোহলিরা। সোমবার সকালেই জয়ের জন্য প্রয়োজনীয় অবশিষ্ট ৫ উইকেট তুলে নেয় ভারত।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু থেকেই ভারতের দাপট অব্যাহত ছিল। প্রথম ইনিংসে তার করেছিল ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে ৫৩৯ রানের বিশাল লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছিলেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে অশ্বিনের ঘূর্ণির সামনে শুরু থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড।
রবিবার তৃতীয় দিনে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তখনই মোটামুটি টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি। দুরন্ত বল করলেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউই ব্যাটাররা।
দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬৭ রান করতে পারে কিউইরা। তারা প্রথম ইনিংসে করতে পেরেছিল মাত্র ৬৫ রান। ভারতের মাটিতে রানের হিসেবে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা। টেস্ট সিরিজ জিতে শুরু হলো কোহলি-দ্রাবিড় যুগের।
বিডি প্রতিদিন/এমআই