নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইবাদত হোসেনের সঙ্গে বোলিংয়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন তাসকিন আহমেদও। ইবাদত নিয়েছেন ৬ উইকেট। আর তাসকিন নিলেন ৩ উইকেট। তাসকিনের বোলিংটাও কোনো অংশে কম নয় বাংলাদেশের এই জয়ে।
ঐতিহাসিক জয় শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসকিন বললেন, ‘অবিশ্বাস্য! এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটি অর্জন।’
ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। দেশের টেস্ট ক্রিকেটে নিঃসন্দেহে ঐ দুটো অন্যতম সেরা জয়। কিন্তু দেশের বাইরে, নিউজিল্যান্ডের মাটিতে যেখানে উপমহাদেশের সবগুলো দলই খাবি খায়, হেরে যায় একের পর এক, যেখানে গত ১১ বছর এশিয়ার কোনো দেশ জিততে পারেনি, সেখানে বাংলাদেশের এই জয় অবিশ্বাস্যই বটে।
তার ওপর, নিউজিল্যান্ড হলো টেস্টে এখন বিশ্বের এক নম্বর দল, সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। তাসকিন বলছিলেন, ‘আমরা এই জয় সম্পর্কে চিন্তাই করতে পারিনি। তবে আমরা প্রক্রিয়াটা ঠিক রেখেছি। আমরা নিজেদের যা সামর্থ্য আছে তার ১১০ ভাগ দিয়েছি। দলের সবার এমন সহযোগিতা সত্যিই অসাধারণ।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ