১৮ জানুয়ারি, ২০২২ ১৩:৪৪

কোহলির ছেড়ে দেওয়া পদে বুমরাহর চোখ

অনলাইন ডেস্ক

কোহলির ছেড়ে দেওয়া পদে বুমরাহর চোখ

বুমরাহ ও কোহলি (ফাইল ছবি)

ভারতের টেস্ট নেতৃত্বে বিরাট কোহলির উত্তরসূরী নিজের আগ্রহের কথা জানিয়ে রাখলেন জাসপ্রিত বুমরাহ। যদিও কোহলির শূন্য পদে দায়িত্ব পাওয়ার লড়াইয়ে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের নামই শোনা যাচ্ছে বেশি।

বুধবার থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে বুমরাহ বললেন, টেস্ট নেতৃত্বের প্রস্তাব পেলে তিনি সাগ্রহেই আলিঙ্গন করে নেবেন।

“সুযোগ যদি দেওয়া হয়, আমার জন্য তা হবে সম্মানের। আমার মনে হয় না, কোনো ক্রিকেটারই এমন প্রস্তাবে ‘না’ বলবে এবং আমিও ব্যতিক্রম নই। লিডারশিপ গ্রুপে হোক বা যে কোনো দায়িত্ব, আমি সবসময়ই চাই দলে সর্বোচ্চটা দিয়ে অবদান রাখতে। এখনকার পরিস্থিতিকেও আমি সেভাবেই দেখছি, কোনো বাড়তি চাপ নেই যে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।”

“দায়িত্ব নেওয়া, ক্রিকেটারদের অনেকের সঙ্গে কথা বলা, তাদেরকে সম্ভাব্য সেরা পথে সহায়তার চেষ্টা করা, এসব আমার ভেতর এমনিতেই আছে এবং সামনেও যে কোনো পরিস্থিতিতে এটা বহাল থাকবে।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর