কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে স্যাম্পদোরিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
একটি করে গোল তুলেছেন হুয়ান কুয়াদ্রাদো, ড্যানিয়েল রুগানি, পাওলো দিবালা ও আলভারো মোরাতা।
সফরকারীদের হয়ে গোলটি করেন আন্দ্রেয়া কন্টি। ২৫ মিনিটের মাথায় কলোম্বিয়ান তারকা হুয়ান কুয়াদ্রাদো এগিয়ে দেন তুরিনের দলকে। এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ইতালিয়ান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানি ব্যবধান দ্বিগুণ করেন।
৬৩তম মিনিটে একটি গোল শোধ করে স্যাম্পদোরিয়াকে ম্যাচে ফেরান কন্টি। চার মিনিটের ব্যবধানে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার বুলেট শট আবারও গোল এনে দেয় জুভেন্টাসকে। ৭৭ মিনিটে পেনাল্টির মাধ্যমে দলের এক হালি গোল পূর্ণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ৯ ফেব্রুয়ারি সেমিতে ওঠার লড়াইয়ে সাসুলৌ অথবা ক্যাগলিয়ারিকে পাবে জুভেন্টাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ