২১ জানুয়ারি, ২০২২ ০৫:২৫

বিপিএলে শিরোপা নিয়ে কোনো চাপ নেই: সাকিব

অনলাইন ডেস্ক

বিপিএলে শিরোপা নিয়ে কোনো চাপ নেই: সাকিব

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে শুক্রবার। দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের অষ্টম আসরে ট্রফির লড়াইয়ে নামবে ৬ দল। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

বৃহস্পতিবার অনুশীলনের আগে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। শিরোপা নিয়ে কোনো চাপ আছে কি না প্রশ্নে বরিশালের অধিনায়কের জবাব, ‘ওরকম কোনো চাপ আমার কখনোই লাগেনি। এখনো চাপ মনে হচ্ছে না। যেটা বলছিলাম, ৬ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চায়। আমরাও তার ব্যতিক্রম নই, যদি হতে পারি ভালো। কিন্তু না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। তবে আমরা যেটা করতে পারি, তা হচ্ছে মাঠে আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করা। একটা দল হিসেবে খেলতে হবে, সাফল্য আনার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে।’

সাকিব বিপিএলে ফাইনাল খেলেছেন চারবার, শিরোপা জিতেছেন দুইবার। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ২০১৬ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে চ্যাম্পিয়ন হন। আর ২০১৭ ও ২০১৯ সালে ঢাকার সঙ্গে হন রানার্সআপ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর