ইংলিশ প্রিমিয়ার লিগে ৮ মিনিটের ঝড়ে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে জয়ে ফিরল চেলসি। এ নিয়ে চার ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল চেলসি।
রবিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যাম হটস্পারকে ০-২ গোলে হারিয়েছে চেলসি। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন হাকিম জিয়াশ ও চিয়াগো সিলভা।
ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে চেলসি গোলের জন্য শট নেয় মোট ১৫টি, যার সাতটি ছিল লক্ষ্যে। আর সফরকারীদের ছয় শটের তিনটি লক্ষ্যে ছিল।
প্রথমার্ধে স্বাগতিকরা বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি। তবে বিরতি থেকে ফিরে এসে ৪৭ মিনিটে মিনিটে জিয়াশের চমৎকার গোলে এগিয়ে যায় চেলসি।
হাডসন-ওডোইয়ের পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এই মিডফিল্ডার। নড়ার সুযোগ পাননি লরিস।
৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ম্যাসন মাউন্টের ফ্রি-কিকে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ৬৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পান লুকাকু। কাছ থেকে তার শট ঠেকিয়ে দেন লরিস। বাকি সময়ে আর সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি কেউ।
লিগে ২৪ ম্যাচে ১৩ জয় ও আট ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। অপরদিকে, লিভারপুল ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন