ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম সঞ্চালক হাফ এডমিডেস চেতনা হারিয়ে মেঝেতে পড়ে গেছেন। নিলাম ডাকতে ডাকতে হঠাৎই মেঝেতে পড়ে যান তিনি। আপাতত নিলাম ডাকা বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্র জানিয়েছে, তার অবস্থা এখন ভালো আছে। তার রক্তচাপ কমে গিয়েছিল। এ কারণেই চেতনা হারিয়ে ফেলেন তিনি।
শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলাম আহ্বান করেছিলেন হাফ এডমিডেস। এক পর্যায়ে ১০ কোটি রুপি ছাড়িয়ে যায় হাসারাঙ্গার দাম। কিন্তু দর চূড়ান্ত হওয়ার আগেই মেঝেতে লুটিয়ে পড়েন হাফ এডমিডেস।
আজ শনিবার বেঙ্গালুরুতে শুরু হয় আইপিএলের নিলাম। এরইমধ্যে বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, প্যাট কামিন্স, জেসন হোল্ডার, ট্রেন্ড বোল্টসহ বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথম দিনের নিলামে দল পাননি বাংলাদেশের সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া