আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি প্রাথমিকভাবে কয়েকজন মূল ক্রিকেটারকে নিলামের আগে দলে নেওয়ার সুযোগ পেয়েছে। তবে মেগা নিলাম থেকে তাদের গড়ে নিয়ে হবে সম্পূর্ণ স্কোয়াড।
নিঃসন্দেহে তারকা ক্রিকেটারদের নিয়ে নিলামে টানাটানি চলবে। তবে চমকে দিতে পারেন বেশ কয়েকজন অখ্যাত তারকাও।
এদিকে, নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসের ইশান কিষানের জন্য দর হাঁকে মুম্বাই ইন্ডিয়ান্স। লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব কিংস। শেষে যোগ দেয় গুজরাট টাইটানস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। তবে শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ইশানকে দলে নেয় মুম্বাই।
এতে আইপিএল নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের পরিণত হলেন ইশান কিষাণ। এখনও পর্যন্ত চলতি নিলামে তিনিই সব থেকে দামি ক্রিকেটার।
এর আগে প্রথম সেটে সর্বোচ্চ দাম পেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে দলে পেতে কলকাতার খরচ হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। তাকে দলে নেওয়ার দৌড়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, লখনৌ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সও।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন