বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে রবসন রবিনহোর গোলে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে জায়গা করে নিল বসুন্ধরা।
শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ০-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুসোনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। তবে বিরতির পর ৫৮তম মিনিটে রবিনহো গোল করে কিংসদের এগিয়ে দেন। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরার দলটি।
লিগে ৩ ম্যাচে ২ জয় ও এক হারে ৬ পয়েন্ট সংগ্রহ বসুন্ধরা কিংসের। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। আর ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন