স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ হেরে সিরিজ হারে শ্রীলঙ্কা। এরপর চতুর্থ ম্যাচটাও হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের শঙ্কা তৈরি হয়েছিলো। তবে আজ শেষ পর্যন্ত পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা।
মেলবোর্ন ক্রিকেট মাঠে আজ রবিবার শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে লঙ্কানরা। অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ১৫৪ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভারের পঞ্চম বলে জয় পায় সফরকারী লঙ্কানরা। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৯ রান। কেইন রিচার্ডসনের দ্বিতীয় বলে ২ রান নেওয়ার পর তৃতীয় বলে ছক্কা মারেন দাসুন সানাকা। চতুর্থ বলে বোল্ড হয়ে ফিরলেও চোট পাওয়ায় পঞ্চম বলটা করতে পারেননি কেইন। ড্যানিয়েল সামস বল করতে এলে চামিকা করুনারত্নে এক রান নিয়ে নিশ্চিত করেন জয়।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অজিদের ইনিংস। যদিও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইনিংসের ৫ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (১২ বলে ৮) ও বেন ম্যাকডারমট (১৩ বলে ৩)। এমন শুরুর পর পাওয়ার প্লের ছয় ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে মাত্র ২২ রান। সেখান থেকে সবার সম্মিলিত অবদানেই মূলত লড়াকু সংগ্রহ দাঁড় করাতে পারে অজিরা।
বিডি-প্রতিদিন/শফিক