আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এরপর মার্চে ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজ। গ্যালারিতে বসে এই পাঁচটি ম্যাচই দেখতে পারবে দর্শক। শোনা যাচ্ছে, ৫০ শতাংশ দর্শকের খেলা দেখার ব্যবস্থা করা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এ ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন আসেনি। ৫০ শতাংশ না হলেও সীমিত পরিসরে এই সিরিজে যে দর্শক থাকতে এটা নিশ্চিত। বিষয়টি নিয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভির আহমেদ টিটো সাংবাদিকদের বলেন, ‘আমরা সরকার থেকে যে নির্দেশনা পেয়েছিলাম, তাতে বিপিএলের ফাইনালে ৩-৪ হাজার দর্শককে মাঠে খেলা দেখতে দেওয়ার অনুমতি ছিল। আফগানিস্তান সিরিজে কী হবে এ ব্যাপারে কথাবার্তা চলছে।’
তিনি বলেন, ‘আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে, এ রকম একটা আলোচনা হয়েছে। তারপরও চেষ্টা চলছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শককে খেলা দেখার সুযোগ করে দিতে পারি কি না, সেই চেষ্টা করছি। এটা না হলেও চট্টগ্রামে দর্শক থাকবে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার।’
বিডি-প্রতিদিন/শফিক