হোয়াইটওয়াশ এড়াতে পারল না ক্যারিবিয়ানরা। ১৭ রানে জিতে সিরিজ ৩-০ ভারতের। প্রথম দুই ম্যাচ ভারত জিতে যাওয়ায় আগেই সিরিজের মীমাংসা হয়ে গিয়েছিল। রবিবার (২১ ফেব্রুয়ারি) তৃতীয় একদিনের ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
এদিন, ১৮৪ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানে থেমে যায় ক্যারিবিয়ানরা। সূর্যকুমার যাদব একাই দায়িত্ব নিয়ে রানের পাহাড় গড়লেন। ৩১ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। ঈশান কিষান আউট হওয়ার পর নামেন সূর্য। ৯.৪ ওভারে ভারতের রান তখন ৬৬। যেভাবে ভারতের একের পর এক উইকেট পড়ছিল তাতে মনে হয়েছিল ১৫০ রানেও পৌঁছতে পারবে না ভারত। কিন্তু রাজকীয় ইনিংস উপহার দিলেন সূর্যকুমার। ভারতীয় ইনিংসের শেষ বলে যখন আউট হলেন তখন তার নামের পাশে ৭টি ছক্কা এবং ১টি চার জ্বলজ্বল করছে। ভারতের জার্সিতে টি-২০ তে অন্যতম সেরা ইনিংস সূর্যের। ভারতের জার্সিতে এদিন টি-২০ ক্রিকেটে অভিষেক হয় আবেশ খানের।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পোলার্ড। এদিন শুরুতেই উইকেট পড়ে ভারতের। দলের ১০ রানের মাথায় ফিরে যান ঋতুরাজ। ঈশান কিষান (৩৪) এবং শ্রেয়াস আইয়ার (২৫) শুরুটা ভাল করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি। বিরাট কোহলির জায়গায় এদিন সুযোগ পান কেকেআর অধিনায়ক। তার খেলা দেখায় জন্য মুখিয়ে ছিল কলকাতা। কিন্তু হতাশ করলেন। রোহিতও রান পাননি। মাত্র ৭ রানে আউট হন ভারতের নেতা। তখন দলের রান ৯৩। পঞ্চম উইকেটে ৯১ রান যোগ করে সূর্যকুমার এবং ভেঙ্কটেশ আইয়ার। ১৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। টি-২০ সিরিজে সুযোগ কাজে লাগান নাইটদের তরুণ এই অলরাউন্ডার। সিরিজের তিনটি ম্যাচেই রান পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্রুতই ফিরে যান কাইল মেয়ার্স (৬) এবং সাই হোপ (৮)। এরপর হাল ধরেন সেই নিকোলাস পুরান। পুরো টি-২০ সিরিজেই অনবদ্য ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটার। একাই দলকে টেনে নিয়ে যান। আগের ম্যাচের মতো তার সঙ্গে জুটি বাঁধেন পাওয়েল। কিন্তু ২৫ রানে আউট হয়ে যান তিনি। নিকোলাস পুরান ক্রিজে থাকা পর্যন্ত আশা ছিল। তিনি ব্যক্তিগত ৬১ রানে আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ। টি-২০ সিরিজের তিন ম্যাচে পুরানের রান ৬১, ৬২, ৬১। শেষদিকে শেফার্ড (২৯) চেষ্টা করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ তুলতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।
তিন উইকেট নেন হর্ষল প্যাটেল। দুইটি করে উইকেট নেন দীপক চাহার, ভেঙ্কটেশ আইয়ার এবং শার্দূল ঠাকুর। ১.৫ ওভারে বল করে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন চাহার। সম্ভবত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাকে পাওয়া যাবে না।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৪/৫ (রুতুরাজ ৪, কিষান ৩৪, শ্রেয়াস ২৫, রোহিত ৭, সূর্যকুমার ৬৫, ভেঙ্কাটেশ ৩৫*; হোল্ডার ৪-০-২৯-১, শেফার্ড ৪-০-৫০-১, চেইস ৪-০-২৩-১, ওয়ালশ ৪-০-৩০-১ ড্রেকস ৩-০-৩৭-১, অ্যালেন ১-০-৫-০)
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৭/৯ (মেয়ার্স ৬, হোপ ৮, পুরান ৬১, পাওয়েল ২৫, পোলার্ড ৫, হোল্ডার ২, চেইস ১২, শেফার্ড ২৯, অ্যালেন ৫*, ড্রেকস ৪, ওয়ালশ ০*; চাহার ১.৫-০-১৫-২, আভেশ ৪-০-৪২-০, ভেঙ্কাটেশ ২.১-০-২৩-২, শার্দুল ৪-০-৩৩-২, বিষ্ণই ৪-০-২৯-০, হার্শাল ৪-০-২২-৩)
ফল: ভারত ১৭ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ৩-০ তে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: সূর্যকুমার যাদব
ম্যান অব দা সিরিজ: সূর্যকুমার যাদব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ