বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচে চন্ডিকা হাথুরুসিংহেকে ‘জঘন্য চরিত্রের’ বললেন সদ্য সমাপ্ত বিপিএলের শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করা স্টিভ রোডস।
টুর্নামেন্ট শেষে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ বলেন, ‘আমার মনে হয়, অতীতে তাদের (বিসিবি) ভিন্ন ধারার কোচ ছিল। হাথুরুসিংহে একজন জঘন্য চরিত্রের লোক এবং তিনি কয়েকজনের থেকে সেরাটা পেয়েছে। আমার মনে হয়, আমি ঠিক কী ধরনের কোচিং করাতে চাই, সে বিষয়ে বোঝাপড়ার ঘাটতি ছিল।’
রোডস আরও বলেন, ‘এটি আরও সহজ হতে পারত যদি তারা (বিসিবি) বুঝতে পারত যে আমি ঠিক কোন স্টাইলে কোচিং করাতে চাই। কিন্তু সেটি হয়নি। তারা যেভাবে আমাকে কোচ হিসেবে দেখতে চেয়েছিল, আমি ঠিক সেরকম কোচ ছিলাম না। এটা আমাদের দল এবং খেলোয়াড়দের উন্নতি ঘটানোর উপায় ছিল। আপনাকে অবশ্যই খেলোয়াড়দের ক্ষমতায়ন করতে হবে। তারা বাংলাদেশের জন্য ব্যাটিং-বোলিং করছে। চাপের মধ্যে তাদের পরিষ্কার চিন্তা করতে হবে এবং নিজেদের আর দলের জন্য সেরাটা ভাবতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ