১৫.২৫ কোটি টাকা দিয়ে এবারের আইপিএল নিলামে ঈশান কিশানকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত ২ বছরে এই উইকেটকিপার-ব্যাটারের উত্থান দেখেছে ক্রিকেটমহল। মুম্বাই তাঁকে বড় দাম দিয়ে রেখে দেওয়ায় খুশি এই উইকেটকিপার ব্যাটার। মুম্বাই তার কাছে একপ্রকার দ্বিতীয় ঘর। তাই আম্বানির দল তার উপর আস্থা দেখানোয় বেশ খুশি ঈশান কিশান।
আইপিএল পনেরোতে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে সচেষ্ট তিনি। মেগা নিলামে বড় দাম পাওয়ার সুবাদে কি করতে চান ঈশান? তার মন আপাতত ক্রিকেটেই। ক্রিকেটই ধ্যান জ্ঞান। আর বড় দাম পেলেও যে যা খুশি করা সম্ভব তা মানতে চান না এই তরুণ উইকেটকিপার ব্যাটার।
ঈশান বলেন, ক্রিকেটাররা অনেকের রোল মডেল হয়। তাই ইচ্ছা থাকলেই যা খুশি করা সম্ভব নয়। অনেক সংযমী হতে হয়। এই মুহূর্তে সীমিত ওভারের ফরম্যাটে ঈশান কিশানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুই কিপারকে একসঙ্গে খেলতে দেখা গেছে। তবে দুইজনের কেউই একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখেন না। এমনটাই জানাচ্ছেন ঈশান কিশান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঋষভ আর আমি খুব ভালো বন্ধু। যখনই আমরা একসঙ্গে থাকি অনেক আড্ডা মারি। অবসর সময় পেলেই আমরা একসঙ্গে সিনেমা দেখি। ক্রিকেট নিয়েও আমাদের দুইজনের মধ্যে অনেক আড্ডা হয়। এর চেয়ে ভালো সম্পর্ক আর কিই বা হতে পারে।
ঈশান আরও বলেন, আমার মনের অবস্থা তার সঙ্গে শেয়ার করি। তার ক্ষেত্রেও তাই। কখনও মনের মধ্যে এটা আসেনা যে, আমি তার জায়গায় খেলব। আমি নিশ্চিত, তার মনেও এই চিন্তা ঘুরপাক খায় না। আর এটাই আমাদের দুইজনের সবচেয়ে ভালো বন্ডিং। ক্রিকেট সূচির মাঝামাঝি অবস্থাতেও আমরা এটা ভাবিনা, একে অপরের প্রতিপক্ষ। ব্যাটিংয়ের পাশাপাশি আমি উইকেটকিপিং করতেও খুব ভালোবাসি। তাই যখনই কিপিংয়ের সুযোগ আসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ